উহানের ল্যাব থেকেই কোভিড-১৯ ভাইরাসের উত্থান : এফবিআই ডিরেক্টর

ওয়াশিংটন, ১ মার্চ (হি.স.): কোভিড-১৯ সংক্রমণ খুব সম্ভবত উহানের ল্যাব থেকে ছড়িয়েছে। এমনটাই মনে করছেন এফবিআই প্রধান ক্রিস্টোফার রে। তিনি জানিয়েছেন, “এফবিআই বেশ কিছুদিন ধরে তদন্ত করেছে এবং মনে হচ্ছে কোনও একটি গবেষণাগার থেকেই কোভিড মহামারির উৎপত্তি।”

করোনাভাইরাস মহামারির উদ্ভব নিয়ে এই প্রথম জনসমক্ষে বক্তব্য দিল এফবিআই। এফবিআই টুইট করে জানিয়েছে, এফবিআই ডিরেক্টর ক্রিস্টোফার রে নিশ্চিত করেছেন, কোভিড -১৯ মহামারীর উৎস সম্ভবত চিনের উহানের একটি ল্যাব থেকে উদ্ভূত হয়েছিল। তবে চিন এই অভিযোগ অস্বীকার করে বলছে উহানের গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়ায়নি এবং এফবিআইয়ের এমন দাবিকে তারা মানহানিকর বলে মন্তব্য করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *