পেশোয়ার, ৩১ জানুয়ারি (হি.স.): পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদের ভিতরে প্রার্থনার সময় আত্মঘাতী বিস্ফোরণে এখনও পর্যন্ত অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। জখম ও আহত হয়েছেন কমপক্ষে ২২১ জন। বিস্ফোরণের অভিঘাতে মসজিদের একাংশ ভেঙে পড়েছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত ধ্বংসস্তূপের নীচ থেকে আরও ১৭টি দেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা বেড়ে ১০০ হয়েছে। ওই ধ্বংসস্তূপের নীচে অনেকেই চাপা পড়েছেন বলে মনে করা হচ্ছে। যদিও কত জন ওই ধ্বংসস্তূপের নীচে রয়েছেন, প্রাথমিক ভাবে তা জানা যায়নি।
সোমবার দুপুর একটা নাগাদ পেশোয়ারের পুলিশ লাইন এলাকায় একটি মসজিদে প্রার্থনার সময় ওই বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় মসজিদে ভিড় করেছিলেন অসংখ্য নাগরিক। এই ঘটনায় কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে। জখম ও আহত হয়েছেন ২২১ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা। বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন মসজিদের ইমাম শাহিবজাদা নূর উল আমিনও। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান।
ভয়াবহ এই সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে মঙ্গলবার জাতীয় শোক পালিত হয়েছে। প্রদেশ জুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত ছিল। বিভিন্ন সরকারি দফতরেও জাতীয় পতাকা অর্ধনমিত ছিল।