BRAKING NEWS

বাপ্পা, সম্রাট ও কৃতিদীপ্তের সৌজন্যে বিশালগড়কে হারিয়ে উদয়পুর ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি।। বিশালগড়কে নক আউট করে উদয়পুর ফাইনালে। টিসিএ আয়োজিত রাজ্য সিনিয়র ক্রিকেটে এলিট গ্রুপের খেলায় সেমিফাইনাল ম্যাচে উদয়পুর ১৪৯ রানের বড় ব্যবধানে বিশালগড়কে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। বাপ্পা-সম্রাট-রিয়াজের অনবদ্য ব্যাটিংয়ের পাশাপাশি কৃতিদীপ্তের বোলিং উদয়পুরকে দুর্দান্ত জয় এনে দিয়েছে। সেমিফাইনাল ম্যাচে খেলা ছিল ধর্মনগর কলেজ স্টেডিয়ামে। সকাল পৌনে নয়টায় ম্যাচ শুরুতে টস জিতে উদয়পুর প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভার খেলে নয় উইকেট হারিয়ে উদয়পুর ২৫৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে বাপ্পা দাসের ৭২ রান এবং সম্রাট সূত্রধরের ৬২ রানের পাশাপাশি রিয়াজ উদ্দিনের ৫২ রান যথেষ্ট উল্লেখযোগ্য। বাপ্পা ৬৯ বল খেলে সাতটি বাউন্ডারি ও তিনটি ওভার্ বাউন্ডারি মেরে ৭২ রান পায়। সম্রাট ৬২ রান পেয়েছে ৭১ বল খেলে সাতটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি সহযোগে। রিয়াজ উদ্দিনের ৫২ রানের পেছনেও রয়েছে ৬৮ বলের মধ্যে দুটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির মার। বিশালগড়ের লক্ষণ পাল ৪৯ রানের বিনিময়ে পাঁচটি উইকেট পেলেও উদয়পুরের বড় স্কোর আটকাতে পারেনি। জবাবে ব্যাট করতে নেমে বিশালগড় ক্রমান্বয়ে ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিলে শেষ রক্ষা করতে পারেনি। দলীয় ৬৮ থেকে ৭৪ রান অর্থাৎ ৬ রানের মধ্যে তিন উইকেট এবং ১০৭ থেকে ১০৮, দুই রানের মাঝে ৩ উইকেট হারিয়ে বিশালগড় পরাজয় স্বীকার করে নেয়। ‌ বিশালগড় ২৯.৩ ওভার খেলে ১০৮ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। সত্যবান দাস ৫০ রান সংগ্রহ করলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা হয়নি। উদয়পুরের অধিনায়ক কৃতি দীপ্ত দাস ৩৫ রানের বিনিময়ে পাঁচটি উইকেট তুলে নিয়ে দলের জয় সহজ করে দেয় এবং প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও জিতে নেয়। এছাড়া দেবব্রত পাল দুটি এবং স্বপন দাস ও করণ দে একটি করে উইকেট পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *