নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি. স.) : প্রয়াত দেশের প্রাক্তন আইনমন্ত্রী তথা সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী শান্তি ভূষণ। মঙ্গলবার রাতে দিল্লিতে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আইনের পিতামহ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৭ বছর। আজীবন লড়েছেন দুর্নীতি আর হিংসার বিরুদ্ধে। শান্তি ভূষণের প্রয়াণ সংবাদে আইনজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এক বড় নাম শান্তি ভূষণ। মোরারজি দেশাইয়ের নেতৃত্বাধীন জনতা পার্টির সরকারে তিনি ছিলেন আইনমন্ত্রী। দেশের জরুরি অবস্থার পর সরকারে আসে মোরারজি দেশাইয়ের প্রশাসন। ১৯৭৭-৭৯ সাল পর্যন্ত তাঁর সরকার ছিল গদিতে। সেই সময়ই আইনমন্ত্রী হিসাবে দায়িত্বে ছিলেন শান্তি ভূষণ। উল্লেখ্য, আম আদমি পার্টির প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম উজ্জ্বল নাম ছিলেন শান্তি ভূষণ।