ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি।। জাতীয় দাবায় আবার দাগ কাটলো রাজ্যের দাবাড়ুরা। তামিলনাড়ুর হুসোরে মঙ্গলবার শেষ হলো জাতীয় স্কুল দাবা প্রতিযোগিতা। তাতে অনূর্ধ্ব-৯ বালিকা বিভাগে তৃতীয় স্থান দখল করে ত্রিপুরার আরাধ্যা দাস। এছাড়া অনূর্ধ্ব-১৭ বিভাগে ত্রিপুরার দিগন্ত রায় সপ্তম স্থান দখল করে। ৯ রাউন্ডের হয় আসর। তাতে অনূর্ধ্ব-৯ বালিকা বিভাগে ৯ রাউন্ডে ৭ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান দখল করে আরাধ্যা (১২৭৪)। ওই বিভাগে ৮ পয়েন্ট পেয়ে তেলেঙ্গানার সমর্হিতা পুনগাভানাম (১১২৩) প্রথম, তামিলনাড়ুর পূজা শ্রী (১০৭৯) দ্বিতীয় স্থান দখল করে। অনুজ এবং অঞ্জু রাণী দাসের একমাত্র মেয়ে আরাধ্যার আশা ছিলো আরও ভালো ফলাফলের। দিল্লির মেট্রিক্স চেস আকাদেমির কোচ তথা ত্রিপুরার সর্বকালের সেরা দাবাড়ু ফি ডে মাস্টার প্রসেনজিৎ দত্ত-র কাছে নিয়মিত প্রশিক্ষণ নেয় আরাধ্যা বলে জানান অনুজবাবু। শ্রীকৃষ্ণ মিশন স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রীর সাফল্যে ত্রিপুরার দাবার মহলে খুশীর হাওয়া বইছে। এদিকে অনূর্ধ্ব-১৭ বিভাগে ৬ পয়েন্ট পেয়ে সপ্তম স্থান দখল করে দিগন্ত রায়। অনূর্ধ্ব-৭ বিভাগে শুভায়ন দাসের পয়েন্ট ৩। রাজ্য দাবা সংস্থার সভাপতি প্রশান্ত কুন্ডু, সচিব দীপক সাহা অভিনন্দন জানিয়েছেন সাফল্য পাওয়া দাবাড়ুদের। ওনারা বিশ্বাস করেন ওই সাফল্য আগামীদিনে ত্রিপুরার দাবাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
2023-01-31