ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি।। দুটি সেমিফাইনাল ম্যাচ আজ। রাজ্য সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপের। কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে শক্তিশালী সদর মহকুমা খেলবে সোনামুড়া মহকুমার বিরুদ্ধে এবং ধর্মনগর কলেজ স্টেডিয়ামে উদয়পুর মহকুমা খেলবে বিশালগড় মহকুমার বিরুদ্ধে। ৪ দলই সোমবার শেষ প্রস্তুতি সেরে নেয়। রণজি আসর শেষ হয়ে যাওয়ায় ক্রিকেটাররা ঘরে ফিরেছে। ফলে ৪ মহকুমাই সেমিফাইনালে শক্তি বাড়াচ্ছে বলে খবর। সদর দলে জায়গা পেতে পারেন রজত দে। শক্তির বিচারে আজ ফেভারিট হিসাবেই মাঠে নামবে সদর এবং উদয়পুর মহকুমা।
2023-01-30