BRAKING NEWS

আজ শেষ দিনে জমা পড়তে পারে তিন শতাধিক মনোনয়নপত্র, কমিশনের ব্যাপক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারী৷৷  মনোনয়ন জমা দেওয়ার শেষে দিন সোমবার৷ রবিবার তার প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্য নির্বাচনী আধিকারিক কিরন গিত্যে৷ গত ২৭ জানুয়ারী পর্যন্ত মোট ৭৬ টি মনোনয়ন জমা পড়েছে৷ কিন্তু বিগত দিনের ইতিহাস অনুযায়ী এই পরিসংখ্যান আরো বাড়বে৷ ২০১৮ সালে মোট ৩৫০ টি মনোনয়ন জমা পড়েছিল৷ শেষ দিনে ৩০০-র কাছাকাছি মনোনয়ন জমা পড়ার সম্ভবনা রয়েছে৷ পশ্চিম জেলার অন্তর্গত সদর মহকুমা শাসকের কার্যালয় দুইজন,  পাশাপাশি জেলা শাসকের কার্যালয়ে দুইজন আর ও- মনোনয়ন গ্রহণ করবেন৷ শ্রমিক ভবনে একজন, শিক্ষাভবনে একজন, প্যালেস কম্পাউন্ড এবং গুর্খাবস্তীতে একজন করে আর ও- মনোনয়ন গ্রহণ করবে৷ সব মিলিয়ে আগরতলায় ৮ জন আরও-র কার্যালয় রয়েছে৷ মনোনয়ন জমা দেওয়ার আগে দল গুলির কর্মীরা মিছিল করবেন৷ গোটা পক্রিয়াকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন বিশেষ উদ্যোগ নিয়েছে৷ সেই ব্যবস্থাপনা খতিয়ে দেখতে রবিবার আরও- কার্যালয়গুলি পরিদর্শন করেন মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে৷ সঙ্গে ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক দেবপ্রিয় বর্ধন, পশ্চিম জেলার পুলিশ সুপার শঙ্কর দেবনাথ, পশ্চিম জেলার পুলিশ অবজারভার সহ অন্যান্য আধিকারিকেরা৷ আগরতলা, জিরানীয়া এবং মোহনপুরের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে জানান মুখ্য নির্বাচনী আধিকারিক৷ সমস্ত আর ও- পুলিশ অফিসারদের নিয়ে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন৷  সেই অনুযায়ী সময়, রাস্তা এবং জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে৷ প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ এই ক্ষেত্রে সকলের সহযোগিতা চান মুখ্য নির্বাচনী আধিকারিক৷ যাতে কোন অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে সেদিকে নজর দেওয়ার বার্তা দেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *