ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি।। পুরনো ফর্ম যেনও ফিরে পেলেন স্পিনার মতি ত্রিপুরা। একসময়ে ত্রিপুরা জুনিয়র দলের তারকা স্পিনার মতি কার্যত হারিয়ে বসেছিলেন। বিজয় গণ চৌধুরি ওই মহকুমার সচিব পদে দায়িত্ব নেওয়ার পর থেকেই মতি-কে মাঠে ফেরাতে উঠে পড়ে লেগেছিলেন। এরই সুফল পাচ্ছে মতি এবার। আগের মতোই যেনও অনেকটা স্বপ্নের ফর্ম ফিরে পেয়েছেন। মতি-র বিষাক্ত স্পিনেই শনিবার কুপোকাৎ হলো লংতরাইভ্যালি। ৬ উইকেট তুলে নিয়ে মহকুমাকে সহজ জয় এনে দেওয়ার পাশাপাশি সেমির আশাও জিইয়ে রাখলেন। মলাঘরের শহীদ কাজল ময়দানে শনিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে মিত-র ভেলকিতে মাত্র ৬১ রানে গুটিয়ে যায় লংতরাইভ্যালি মহকুমা। দলের পক্ষে সোহেল চাকমা সর্বোচ্চ ১১ রান করেন। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় ১০ রান। সাব্রুমের পক্ষে মতি (৬/১০) এবং সৌরভ চক্রবর্তী (৩/১৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে সাব্রুম মহকুমা ১১.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে রণজিৎ দেবনাথ ৩০ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩৬ এবং রূপম চৌধুরি ৩৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ (অপ:) রান করেন।
2023-01-28