পাথারকান্দি (অসম), ২৮ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দির প্রকাশ্য স্থানে গো-মাংস বিক্রিকে কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ইতমধ্যে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে বিশ্বহিন্দু পরিষদ, বজরং দলের মতো হিন্দুত্ববাদী সংগঠন।
অভিযোগ, আজ শনিবার সকালে পাথারকান্দি থানা সংলগ্ন কাবাড়িবন্দ এলাকায় প্রকাশ্য স্থানে গো-মাংস বিক্রির দায়ে জনৈক আসাদ উদ্দিন এবং ফখরুল ইসলাম নামের দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে করিমগঞ্জে বিচারবিভাগীয় আদালতে পেশ করা হয়েছে। আদালত তাদের জেলা কারাগারে পাঠিয়েছে বলে জানা গেছে।
এদিকে এ ধরনের ঘটনার খবর পেয়ে স্থানীয় বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের কর্মকর্তারা প্রতিবাদে সোচ্চার হয়ে থানায় গিয়ে ভিড় জমান। তাঁরা এ ব্যাপারে থানায় একটি এজাহারও দায়ের করেছেন। সংগঠনগুলির পদাধিকারীরা এই ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।