ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি।। জয়ে ফিরেছে ক্রিকেট অনুরাগী। হারিয়েছে মৌচাক ক্লাবকে ১০২ রানের ব্যবধানে। এই জয়ের সুবাদে ক্রিকেট অনুরাগী সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে গ্রুপ-বি থেকে সেমিফাইনালে খেলার প্রত্যাশা জিইয়ে রেখেছে। লীগ পর্যায়ে যদিও তাদের আরও দুটি ম্যাচ রয়েছে। তবে আজ গুরুত্বপূর্ণ খেলায় ১০২ রানের ব্যবধানে মৌচাককে হারানোর মধ্য দিয়ে ক্রিকেট অনুরাগী ৭ দলীয় গ্রুপ তালিকায় দ্বিতীয় শীর্ষে উঠে এসেছে। ক্রিকেট অনুরাগী চতুর্থ ম্যাচে আজ তৃতীয় জয় পেয়েছে। খেলা ছিল ডঃ বি আর আম্বেদকর স্কুল মাঠে। সকাল ৯টায় ম্যাচ শুরুতে টস জিতে ক্রিকেট অনুরাগী প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪৫ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে ময়ূখ চক্রবর্তীর অপরাজিত ৮৬ রান যথেষ্ট উল্লেখযোগ্য। ময়ূখ ১১৬ বল খেলে দশটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে অপরাজিত ভূমিকায় ৮৬ রান সংগ্রহ করে দলকে সন্তোষজনক স্কোরে পৌঁছানোর পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও জিতে নেয়। এছাড়া তাহিদুল ইসলাম পেয়েছে ২৮ রান। মৌচাক ক্লাবের রূপক দে। ৪৪ রানে ২টি উইকেট তুলে নেয়। তাছাড়া, সৌম্যদীপ ঘোষ, সায়ন ধানুক, রোহিত বর্মন ও কৌশিক দাস প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে মৌচাক ক্লাব ৩২ ওভার ২ বল খেলে ১৩২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে রূপক দে ৪৭ রান পায়। ক্রিকেট অনুরাগীর আয়ুষ্মান সেন ২৭ রানে তিনটি, আকাশ দাস নয় রানে দুইটি এবং ফারুক ইসলাম ২৯ রানে দুটি উইকেট পেয়েছে। এছাড়া শাহিন চৌধুরী ও ঈশাঙ্ক দাস একটি করে উইকেট পেয়েছে।