BRAKING NEWS

কলকাতায় সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির বৈঠক

কলকাতা, ২৮ জানুয়ারি (হি. স.) : কলকাতায় শুরু হল সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির বৈঠক। তিনদিন ধরে চলবে বৈঠক। সিপিএম পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির অনেক সদস্যই তিনদিনের এই বৈঠকের জন্য কলকাতায় এসেছেন।

শনিবার সকালে সিপিএম কলকাতা জেলা কমিটির দফতর প্রমোদ দাশগুপ্ত ভবনের অডিটোরিয়ামে বৈঠক শুরু হয়েছে। সকাল ১১টা থেকে শুরু হয় এই বৈঠক। চলবে আগামী সোমবার পর্যন্ত। কেন্দ্রীয় কমিটির এই বৈঠকে উপস্থিত রয়েছেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পলিট ব্যুরোর সদস্য প্রকাশ কারাত, মহম্মদ সেলিম, সূর্য মিশ্র, বৃন্দা কারাত, এমএ বেবি, নীলোৎপল বসু সহ অন্যান্যরা। বৈঠকে সভাপতিত্ব করছেন পার্টির পলিটব্যুরোর সদস্য এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

কেরলের মুখ্যমন্ত্রী তথা পার্টির পলিটব্যুরোর সদস্য পিনারাই বিজয়ন আসন্ন বাজেট অধিবেশনের কাজে ব্যস্ত থাকার কারণে এবারের কেন্দ্রীয় কমিটির বৈঠকে যোগ দিতে পারেননি। কেন্দ্রীয় কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য বিমান বসু, হান্নান মোল্লা ও এস রামচন্দ্রন পিল্লাইও উপস্থিত রয়েছেন বৈঠকে।

কেন্দ্রীয় কমিটির বৈঠকের পরে আগামী ৩০জানুয়ারি কলকাতায় ধর্মতলায় সিপিএম-এর কলকাতা জেলা কমিটির ডাকে একটি জনসভাও আয়োজিত হবে। সাম্প্রদায়িক বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে পরাস্ত করে বামপন্থী বিকল্পকে শক্তিশালী করার আহ্বান জানানো হবে সমাবেশ থেকে।

পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলীনা হেমব্রম ভাষণ দেবেন ওই সমাবেশে। সভাপতিত্ব করবেন পার্টির কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *