BRAKING NEWS

ধস শেয়ারবাজারে, ৭ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

মুম্বই, ২৭ জানুয়ারি (হি.স.) : ফের ধস নামল ভারতীয় শেয়ার বাজারে। শুক্রবার ৮৭৪ দশমিক ১৬ সূচক খুঁইয়েছে সেনসেক্স। আর নিফটি হারিয়েছে ২৮৭ দশমিক ৬০ সূচক। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে তেল এবং গ্যাস সংক্রান্ত সংস্থাগুলির শেয়ারদরে ধস নেমেছে। গৌতম আদানির আদানি এন্টারপ্রাইজ সংস্থার শেয়ার দর কমেছে ১৮ দশমিক ৫২ শতাংশ। এদিন শেয়ার বাজারে সাত লক্ষ কোটি টাকার বেশি খুঁইয়েছেন বিনিয়োগকারীরা।

বুধবারই মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ এক রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ তুলেছিল। আর ওই রিপোর্ট নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। ফলস্বরূপ ধস নেমেছিল শেয়ারবাজারে। আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ার দরে ব্যাপক পতন ঘটেছিল। বৃহস্পতিবার সাধারণতন্ত্র দিবসের জন্য বন্ধ ছিল শেয়ারবাজার। ফলে এদিন সকালে বাজার খোলার দিকেই চোখ রেখেছিলেন বিনিয়োগকারীরা। কিন্তু সকালেই আগের দিনের চেয়ে ২৯২ দশমিক ৭৬ পয়েন্ট কম নিয়ে শুরু হয় বাজার। নিফটিও ৭৯ দশমিক ৯০ পয়েন্ট কম নিয়ে পথ চলা শুরু করে। তার পরে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে করে পড়তে থাকে বাজার। এক সময়ে ১২০০-র কাছাকাছি পয়েন্ট হারায় সেনসেক্স। আতঙ্কিত হয়ে পড়েন বিনিয়োগকারীরা। তবে শেষ বেলায় কিছুটা ঘুরে দাঁড়ায়। শেষ পর্যন্ত বাজার বন্ধের সময় সেনসেক্স ৮৭৪ দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৩৩০ দশমিক ৯০ পয়েন্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *