BRAKING NEWS

সরস্বতী পূজা উপলক্ষে পড়ুয়াদের উন্মাদনা রাজ্যজুড়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারী৷৷ সুকল গুলির শিক্ষকরা ছাত্র ছাত্রীদের নিয়ে বাজারে আসছে সরস্বতী প্রতিমা ক্রয় করার জন্য৷ যে যার মতে সুন্দর সরস্বতী প্রতিমা দাম দর করে কিনে নিয়ে যাচ্ছে৷ ছাত্র ছাত্রীদের মধ্যে আনন্দ পরিলক্ষিত হয়৷
সরস্বতী পূজা মানে সুকলের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সুকল সাজানো৷  বাজার থেকে সুন্দর সরস্বতী প্রতিমা ক্রয় করা৷ একই সঙ্গে ঘট, পাতিল, মালা, ফলফসারি ও শাকসবজি ক্রয় করা৷ এদিন বাজারে ছিল এই চিত্র৷ সকাল বারার সাথে সাথে সুকল গুলির শিক্ষকরা ছাত্র ছাত্রীদের নিয়ে বাজারে আসছে সরস্বতী প্রতিমা ক্রয় করার জন্য৷ যে যার মতে সুন্দর সরস্বতী প্রতিমা দাম দর করে কিনে নিয়ে যাচ্ছে৷ ছাত্র ছাত্রীদের মধ্যে আনন্দ পরিলক্ষিত হয়৷ গরীব এলাকার সুকল গুলিতে ছাত্র ছাত্রীরা সবাই সম ভাবে সরস্বতী পূজার চাঁদা দিতে পারে না৷ তখন সুকলের শিক্ষক শিক্ষিকারা নিজেরা চাঁদা দিয়ে সবাইকে সাহায্য করে পূজা করছে৷  সুকলের ছাত্র ছাত্রীরা ও শিক্ষক শিক্ষিকা সবাই মিলে বাজারে এসে সরস্বতী প্রতিমা থেকে শুরু করে পূজো ও প্রসাদ তৈরীর সাজসরঞ্জাম ক্রয় করে নিয়ে যেতে দেখা যায়৷ নেতাজী চৌমুহনী সহ বেশ কিছু স্থান থেকে প্রতিমা নিয়ে সুকল মুখী হয় পড়ুয়ারা৷ সকলে মিলে আনন্দে সামিল হতে দেখা যায়৷ শুধু সুকল নয়, বিভিন্ন স্থান থেকে শিক্ষা প্রতিষ্ঠান গুলির শিক্ষক ও ছাত্র ছাত্রীরা আনন্দে উৎসাহ হয়ে বাজার  করতে দেখা গেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *