ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি।। রোমাঞ্চকর জয় পেয়েছে লংতরাইভ্যালি। এককথায় কর্তৃত্বপূর্ন জয় পেয়েছে এলটিভি প্রতিপক্ষ আমবাসাকে এক উইকেটের ব্যবধানে হারিয়ে। খেলা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র রাজ্য ক্রিকেটের প্লেইট গ্রুপের লীগ ম্যাচ। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে সকাল পৌনে নয়টায় ম্যাচ শুরুতে টস জিতে লংতরাইভ্যালির অধিনায়ক কৃতি কিষাণ চাকমা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের ডাক পেয়ে আমবাসা নির্ধারিত ৫০ ওভারের মধ্যে ২৯ ওভার ১ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। দলের পক্ষে উত্তম কলইয়ের ৬৩ রান এবং রাহুল পালের চল্লিশ রান যথেষ্ট উল্লেখের দাবি রাখে। এল টিভির ঋত্বিক ত্রিপুরা একাই চারটি উইকেট পায় ২১ রানের বিনিময়ে। এছাড়া চিরঞ্জিত দাস অমৃত দাস ও হেমেন্দ্র রূপিনী দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে লংতরাইভ্যালি নির্ধারিত ৫০ ওভার ফুরিয়ে যাওয়ার ঠিক নয় বল বাকি থাকতে নয় উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে অমৃত দাস ৩৮ রানে আউট হলেও মিঠুন বণিক ৩১ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। তবে ঋত্বিক ত্রিপুরা দুর্দান্ত খেলে ৪ রানে অপরাজিত থেকে মিঠুনকে দারুন সহযোগিতা করেছে। আমবাসার উত্তম কলই ও সাগর দেব ৩টি করে উইকেট পেলেও শেষ রক্ষা করতে পারেনি। বিজয়ী দলের অলরাউন্ডার ঋত্বিক ত্রিপুরা প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছে।