মেদিনীপুর, ২৩ জানুয়ারি (হি. স.): সোমবার সপ্তাহের শুরুর দিনেই দুর্ঘটনা । লরির ধাক্কা প্রাইভেট কারকে । লরিকে আটকাতে গিয়ে মৃত্যু চিকিৎসকের ।
সোমবার ভোরের দিকে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার ৬০ নম্বর জাতীয় সড়কে উকুনমারির কাছে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক চিকিৎসকের । খড়গপুর থেকে প্রাইভেট গাড়িতে করে দীঘা যাচ্ছিলেন ওই চিকিৎসক দম্পতি-সহ আরও পাঁচ জন । যাওয়ার সময়ই পথে একটি লরি জাতীয় সড়কে ওই প্রাইভেট কারটিকে ওভারটেক করতে গেলেই প্রাইভেট কারের সামনের অংশে ধাক্কা লাগে । দুর্ঘটনার পর প্রাইভেট কারের যাত্রীরা নেমে গেলেও ওই লরি চালককে আটকে, বচসায় জড়িয়ে পড়ে । এরপর লরি চালক, লরি নিয়ে এগিয়ে যেতে চাইলে চিকিৎসক ৪৫ বছর বয়সি গৌতম মুখোপাধ্যায়, লরির সামনে দাঁড়িয়ে তাকে আটকাতে যায় গেলে তার ওপর দিয়ে লরি চালিয়ে চলে যায় । ঘটনাস্থলেই লরির তলায় চাপা পড়ে মৃত্যু হয় ওই চিকিৎসকের ।
এই ঘটনায় আহত হয়েছে আরও দুজন । আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মকরামপুর হাসপাতালে । ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ।