করিমগঞ্জ (অসম), ২৩ জানুয়ারি (হি.স.) : দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠেয় জি-২০ সামিটের ওপর গণসচেতনতা গড়ে তুলতে রাজ্যের উচ্চশিক্ষা বিভাগের নির্দেশ অনুসারে করিমগঞ্জ কলেজে আজ সোমবার এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইন্টারকলেজ স্টুডেন্টস সেমিনারের বিষয়বস্তু ছিল ‘ভারতে দক্ষতা বিকাশের মাধ্যমে জি-টুয়েন্টি দেশগুলির যুবাদের নিয়োগের সুযোগ ও প্রসার’। এই বিষয়ের ওপর বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে করিমগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রামানুজ চক্রবর্তীর পৌরোহিত্যে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে ছাত্রছাত্রীরা তাঁদের মতামত তুলে ধরে সেমিনার পেপার অনলাইন এবং সরাসরি দাখিল করেছেন।
আজকের সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন ড. মৃণালকান্তি দত্ত এবং ড. প্রদীপ কুমার নাথ। সেমিনার পরিচালনা করেন ওই কলেজের অধ্যাপিকা অপর্ণা ঘোষ দাস। অনুষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার রূপজ্যোতি তেরং ও রূপক মজুমদার, নেহরু যুবকেন্দ্রের ডেপুটি ডিরেক্টর মেহেবুব আলম লস্কর সহ কলেজের অধ্যাপক-অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। আলোচনায় অংশগ্রহণকারী কয়েকজন ছাত্রছাত্রীকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী হিসেবে ঘোষিত করা হয়। প্রথম স্থান অধিকার করেছেন বিএসসি পঞ্চম সেমিস্টারের তামিম আহমেদ, দ্বিতীয় বিএসসি প্রথম সেমিস্টারের তপস্বেতা পুরকায়স্থ, যৌথভাবে সৌম্যদীপ দাস এবং তিথিক্ষা চক্রবর্তী ও বিএ প্রথম সেমিস্টারের বিভাসন চক্রবর্তী। পাশাপাশি তৃতীয় স্থান অধিকার করেছেন বিএ প্রথম সেমিস্টারের শুভশ্রী চক্রবর্তী এবং বিএসসি তৃতীয় সেমিস্টারের মণিকা বর্ধন।
এদিকে ওয়াই-২০ / জি-২০ সামিটের সাথে সংগতি রেখে গত ১৮ জানুয়ারি করিমগঞ্জ কলেজে ‘ডিজিট্যাল ইন্ডিয়া ইনিসিয়েটিভ ইস প্রোপিলিং দ্য ইয়ুথ এনগেজমেন্ট ইন ডেমোক্র্যাসি অ্যান্ড গর্ভান্যান্স’ শীর্ষক বিষয়ে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি ‘স্মল স্ক্যাল এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড সাসটেনব্যাল অ্যাগ্রিকালচার-অ্যা স্টেপ টুওয়ার্ডস গ্রিন ইন্ডিয়া’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হবে।

