বাজারিছড়া (অসম), ২৩ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জের বাজারিছড়ায় প্রথমবারের মতো সংস্থাপিত হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূৰ্তি। স্হানীয় কালাছড়া নেতাজি সংঘের উদ্যোগে ঘোড়ায় সওয়ারি নেতাজির পূর্ণাবয়ব মূর্তিটি বসানো হয়েছে বাজারিছড়া বাজারের মাকুন্দা পয়েন্টের তেমাথা সংলগ্ন স্হানে।
আজ সোমবার পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেছেন। সোমবার নেতাজির ১২৭-তম জন্মজয়ন্তীতে দিনভর কার্যসূচি ছিল নেতাজি সংঘের। সকাল দশটায় নেতাজি সংঘ প্রাঙ্গণ থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রার একেবারে অগ্রভাগে ছিল তিনটি হাতি। শোভাযাত্রায় বিভিন্ন সেচ্ছাসেবী সংস্হা ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
ভারত বিকাশ অ্যাকাডেমি, স্বামী বিবেকানন্দ লিটিল ফ্লাওয়ার স্কুল, মহাবীর পাবলিক এইচএস স্কুল, ইচাবিল এইচএস স্কুলের শিক্ষক সহ যুবশক্তি ক্লাব, সানি স্পোর্টস অ্যাসোসিয়েশন, তাংথা সংস্হা, বাজারিছড়া অটো রিকশা অ্যাসোসিয়েশন, বিভিন্ন স্বসহায়ক দলের সদস্যরা অংশগ্রহণ করেন শোভাযাত্রায়। প্রায় দুই সহস্রাধিক জনতা এই শোভাযাত্রায় পা মিলিয়েছেন।
কালাছড়া, বাজারিছড়ার রাজপথ পরিক্রমা করে নেতাজির মর্মর মূর্তির পাশে এসে শোভাযাত্রার সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন সংস্হার সভাপতি প্রমেশ দাস। প্রদীপ প্রজ্বলন করেন অখিল চক্রবর্তী সহ অন্যান্য অতিথিরা। নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রেস ক্লাব করিমগঞ্জের সম্পাদক অরূপ রায় সহ বিশিষ্টজনেরা।
প্রধান অতিথি বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছিলেন নেতাজি। নেতাজির অবদান আমরা ভারতবাসীরা কখনেওই ভুলবো না। ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল।
নেতাজির জীবনাদর্শ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের ১৬ নম্বর ব্যাটালিয়নের কমাডেন্ট সঞ্জয় কুমার বলেন, শুধু নেতাজির মর্মর মূর্তির উন্মোচন করলে চলবে না। আমাদের নেতাজির মতো চরিত্রবান হতে হবে। যে নেতাজি দেশের জন্য নিজের জীবনটাই ত্যাগ করে দিলেন সে রকম মনোভাব রেখে আমাদের চলতে হবে। বক্তব্য পেশ করেছেন সন্দীপ কর পুরকায়স্হ, এসডিও এবি দাস, এসিএফ সুখদেব সাহা, ঋষিকেশ নন্দী, নীহারকান্তি ভট্রাচার্য, দেবপ্রিয় নাগ প্রমুখ।
আলোচনা সভা শেষে বেলা একটায় বিধায়ক কৃষ্ণেন্দু পাল অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন।
উল্লেখ্য, নেতাজি সুভাষচন্দ্র বসুর এই মর্মর মূর্তি দান করেছেন নেতাজি সংঘের প্রাক্তন সভাপতি অমিতাভ দে-র মাতৃদেবী সুমতি দে। তাঁর স্বামী স্বর্গীয় অরুণচন্দ্র দে-র স্মৃতিতে এই মূর্তিটি দান করেছেন সুমতি। মূর্তিটি দেখাশোনার দায়িত্বে রয়েছে নেতাজি সংঘ ও বাজারিছড়া অটো রিকশা অ্যাসোসিয়েশন। মূর্তিটি তৈরি করেছেন কলকাতার শিল্পী সন্দীপ গাঙ্গুলি।
আজকের অনুষ্ঠান পরিচালনা করেছেন নেতাজি সংঘের প্রাক্তন সভাপতি অমিতাভ দে। অনু্ষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন জেলা পরিষদ সদস্যা সহেলি দে, শান্তিলাল সিনহা, জিপি সভানেত্রী যোগমায়া পাল, অলক দে, স্বপন দাস, সুচরিত পাল, অজয় সূত্রধর, জন্মজিত দাস, অনুপ চন্দ, অমিত দেব, গোপাল রবিদাস, রজত নাগ, রতন চক্রবর্তী, সোনালী চৌধুরি প্রমুখ। অনুষ্ঠানে বরাক পরিবার ইউটিউব চ্যানেলের কর্মকর্তারা নেতাজি, ভারত মাতা, ভগত সিং সহ বিভিন্ন সাজে রোল মডেল করেন।