সরস্বতী পূজাকে কেন্দ্র করে মূর্তি পাড়ায় ব্যাস্ততা চরমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারী৷৷  হাতে মাত্র আর কয়েকটি দিন তারপরই দেবী সরস্বতীর পূজা৷ সরস্বতী পুজাকে সামনে রেখে মূর্তি তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা৷সরস্বতী পুজো মানেই যেন হঠাৎ করে কিছুটা বড় হয়ে যাওয়ার দিন৷ মজা, আনন্দ, অলিখিত প্রতিযোগিতার ছলে দায়িত্ব নিতে শিখে যাওয়ার দিন৷  এই সবের মাঝেই  ফের একবার বাগ দেবীর আরাধনার প্রস্তুতি চলছে৷ কুমোড় পাড়ায় চলছে মূর্তি তৈরির কাজ৷ বায়না অনুযায়ী প্রতিমা তৈরি করছেন মৃৎ শিল্পীরা৷ ২৬ জানুয়ারী সরস্বতী পুজা৷ এই সরস্বতী পুজাকে সামনে রেখে বর্তমানে দিনরাত এক করে কাজ করে যাচ্ছে মৃৎ শিল্পীরা৷ মৃৎ শিল্পীদের বক্তব্য এই বছর বাড়ি ঘরে সরস্বতী পূজার সংখ্যা কমে গেছে৷ তবে সুকল কলেজে পূজা ঠিক ঠাক হচ্ছে৷ ফলে মূর্তির চাহিদা কিছুটা কম৷ হাতে আরও দুই দিন রয়েছে৷ মৃৎ শিল্পীদের আশা এই দুইদিনে আরও কিছু মূর্তির অর্ডার পাবেন৷ এই আশায় মূর্তি তৈরি করে যাচ্ছেন মৃৎ শিল্পীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *