কোলাঘাট, ২২ জানুয়ারি (হি.স.) : পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ১৬ নং জাতীয় সড়কের উপর মর্মান্তিক দুর্ঘটনা। রবিবার দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন দিক থেকে এসে একটি পিক আপ ভ্যান ধাক্কা মারায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। দুর্ঘটনায় আরও দুই ব্যক্তি আহত হয়েছে। ঘটনাস্থলে হাজির হয় কোলাঘাট থানার পুলিশ
স্থানীয় সূত্রে খবর, রবিবার বেলায় পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার দেউলিয়া বাজারে ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা মারে পিকআপ ভ্যান। এরপর পিকআপ ভ্যানে ধাক্কা মারে আরও একটি ট্রাক। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পিকআপ ভ্যানটি কোলাঘাটের দিক থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়েই পিক আপ ভ্যানটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। দুর্ঘটনায় গুরুতর জখম হয় আরও দুজন। দুর্ঘটনার ফলে পিক আপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনা লক্ষ্য করে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। খবর দেওয়া হয় কোলাঘাট থানার পুলিশকে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পিক আপ ভ্যানটি কোলাঘাটের দিক থেকে মেদিনীপুরের দিকে দ্রুত গতিতে আসছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা মারে। পিক আপ ভ্যানের চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে কোলাঘাট ১৬ নং জাতীয় সড়কের উপর একের পর এক দুর্ঘটনার জন্য ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।