বোলপুর, ২২ জানুয়ারি (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরে গরুপাচার মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের কোনও ছবি থাকবে না। তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির বৈঠকে এই নির্দেশ দিয়েছেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। এমনকী তাঁর নাম নিয়ে কিছু বলাও যাবে না বলে ফরমান জারি হয়েছে। অনুব্রতর গ্রেফতারির পর মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন, কেষ্টকে বীরের মর্যাদা দিয়ে ছাড়িয়ে আনবেন। সেখানে তাঁর সফরেই কেষ্টর ছবি থাকছে না। যা কার্যত বেমানান।
পশ্চিমবঙ্গের বিখ্যাত গরুপাচার মামলায় গ্রেফতারের পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বিভিন্ন সভা থেকে সমর্থন করেছিলেন অনুব্রত মণ্ডলকে কিন্তু এখন শোনা যাচ্ছে যে দলের ক্লিন ইমেজ বজায় রাখতে শীঘ্রই তাকেও সরিয়ে দেওয়া হবে। এমনই ইঙ্গিত দিয়েছেন জেলা তৃণমূল কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী। তিনি জানিয়েছেন, ৩০ জানুয়ারি জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে তিনি ৩১ জানুয়ারি একটি প্রশাসনিক বৈঠক করবেন। আগামী ১ ফেব্রুয়ারি বোলপুরে একটি বৈঠকও হতে চলেছে। এরপর তিনি দলীয় কর্মীদের নিয়ে পৃথক বৈঠক করবেন এবং সমাবেশে বক্তব্য দেবেন। অনুব্রত মন্ডলের ছবি তার কোনও অনুষ্ঠানে থাকবে না। তবে, তিনি অনুব্রত মন্ডলকে সরিয়ে দেওয়ার তত্ত্ব অস্বীকার করেছেন এবং বলেছেন যে এর পিছনে দলের নিজস্ব কৌশল রয়েছে।
কেষ্টর ছবি না রাখার বিষয়ে কোর কমিটির সদস্য অভিজিৎ সিনহা সংবাদমাধ্যমে জানান, আইনি জটিলতার জন্যই দলকে এই কৌশল নিতে হচ্ছে। আর তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র মলয় মুখোপাধ্যায় বলেন, ‘অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে তাঁর কর্মীরা, সংগঠন কেমন কাজ করছে সেটার পরীক্ষা দিতে হবে। অনুব্রত মণ্ডলের ছবি আমাদের সকলের হৃদয়ে আছে। তাঁকে সামনে রেখেই আমরা চলছি।’ সামনে পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচন নিয়ে বারবার খোঁজখবর জেল থেকে নিয়েছেন কেষ্ট। সেখানে তাঁর ছবি বাদ ভোটে প্রভাব পড়তে পারে বলে অনেকে মনে করছেন।