BRAKING NEWS

অনূর্ধ্ব-‌২৫ কর্ণেল সি কে নাইডু ট্রফি আজ থেকে বাংলা – ত্রিপুরার ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি।। বাংলা ম্যাচের আগে শক্তি বাড়লো ত্রিপুরার। শুক্রবার রাতেই দলের সঙ্গে যোগ দিলেন অর্কপ্রভ সিনহা। শনিবার দলের সঙ্গে অনুশীলনও করলেন। অর্ক যোগ দেওয়ায় দলের ব্যাটিং গভীরতা অনেক বাড়লো মনে করছেন ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। ভাইটাল ম্যাচের আগে অর্ক-‌র অন্তভুক্তি দলীয় ক্রিকেটারদের মনোবলও বাড়ালো। ওই অবস্থায় আগামীকাল থেকে বাংলার মুখোমুখি হচ্ছে ত্রিপুরা। মরশুমের চতুর্থ ম্যাচে বাংলার মুখোমুখি হবে ত্রিপুরা। চার দিবসীয় ম্যাচ। সল্ট লেক স্টেডিয়ামে হবে ম্যাচটি। অনূর্ধ্ব-‌২৫ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। আপাতত ৩ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে ত্রিপুরা। সমসংখ্যক ম্যাচ খেলে বাংলার পয়েন্ট ১১। রয়েছে পঞ্চম স্থানে। ফলে বাংলার বিরুদ্ধে মাঠে নামার আগে মানসিকভাবে কিছুটা হলেও এগিয়ে রয়েছে ত্রিপুরা। নকআউটের দৌড়ে টিকে থাকতে হবে বাংলা ম্যাচ থেকে অন্তত ৩ পয়েন্ট দরকার ত্রিপুরার। তা মাথায় রেখেই শনিবার সল্ট লেইকের সৌরভ গাঙ্গুলি মাঠে শেষ প্রস্তুতি সেরে নেন ত্রিপুরার ক্রিকেটাররা। হালকা সবুজ ঘাষে ভরা সল্ট লেইকের ২২ গজ। তাই প্রাথমিকভাবে পরিকল্পনা নেওয়া হয়েছে টসে জয়লাভ করলে ত্রিপুরা প্রথমে ফিল্ডিং নেবে। এদিন সকালে প্রায় আড়াই ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। কোচ জয়ন্ত দেবনাথ বাংলা ম্যাচে সাফল্য পাওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী। কোচ জয়ন্ত বলেন, “অর্ক যোগ দেওয়ায় দলের ব্যাটিং গভীরতা কিছুটা হলেও বাড়বে বলে প্রত্যাশা করছি। বাংলার বিরুদ্ধে আরও ভালো খেলতে সাহায্য করবে আমাদের”। ‌ ত্রিপুরা দল:‌ বিক্রম দেবনাথ (‌অধিনায়ক), পল্লব দাস (‌সহ অধিনায়ক), অর্কপ্রভ সিনহা, সেন্টু সরকার, দ্বীপজয় দেব, দীপায়ন দেববর্মা, আনন্দ ভৌমিক, সপ্তজিৎ দাস, শঙ্কর পাল, শারুক হুসেন, ইন্দ্রজিৎ দেবনাথ, তাপস মন্ডল, সন্দীপ সরকার, অমিত আলি, অপূর্ব বিশ্বাস এবং কাজল সূত্রধর। কোচ:‌ জয়ন্ত দেবনাথ, অনুপ কুমার দাস, ফিজিও:‌রাজন চৌধুরি, ট্রেণার:‌ রাকেশ প্যাটেল, ম্যাসার:‌ নিলয়জ্যোতি সাহা এবং ম্যানেজার:‌ উত্তম বনিক।  ‌‌  ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *