ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি।। জয়ের ধারা অব্যাহত রেখেই এগুচ্ছে জিবি প্লে সেন্টার। তৃতীয় ম্যাচে জিবি প্লে সেন্টার কিন্তু ২৪৫ রানের ব্যবধানে বিশাল জয় পেয়েছে। প্রথম ম্যাচে চাম্পামুরার কাছে পরাজয়টা-ই জিবি প্লে সেন্টারকে কিছুটা পিছিয়ে রেখেছে। দ্বিতীয় ম্যাচে এগিয়ে চলো সংঘকে ৫৯ রানে হারানোর পর আজ, শনিবার কর্নেল চৌমুহনি কোচিং সেন্টারকে হারিয়ে টানা জয়ের মধ্যে রয়েছে। খেলা ছিল নরসিংগড়ে পঞ্চায়েত গ্রাউন্ডে। সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে কর্নেল চৌমুহনি কোচিং সেন্টার প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে জিবি প্লে সেন্টারের ছেলেরা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে নির্ধারিত ৪৫ ওভারে আট উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে অনীক দাসের শতরান বেশ উল্লেখযোগ্য। ১৩২ বল খেলে ১৮টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি মেরে অনীক ১২৩ রান সংগ্রহ করে। এছাড়া, রাহুল বর্মনের ৫৩ রান এবং রাজদীপ দেবনাথ এর ৩৩ রানও উল্লেখযোগ্য। কর্নেল চৌমুহনীর নীল দেববর্মা, দ্বিগবিজয় মজুমদার ও রোহন সরকার প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। জবাবে কর্নেল চৌমুহনি কোচিং সেন্টারের ব্যাটার্সরা তেমন প্রতিভা দেখাতে পারেনি। উইকেটে টিকে থাকলেও ব্যাটার্সরা তেমন রান যোগ করতে সক্ষম হয়নি। নির্ধারিত ৪৫ ওভার খেলে নয় উইকেট হারিয়ে সাকূল্যে ৬৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ওপেনার সাগ্নিক দত্তের ১৩ রানের পাশাপাশি অতিরিক্ত খাতে প্রাপ্ত ১৭ রানের সুবাদে তাদের স্কোর অর্ধশতক পার হয়েছে। জিবি প্লে সেন্টারের ছোটন মিয়া, উজ্জ্বয়ন বর্মন ও সোম্রাংশু পাল প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। বিজয়ী দলের শতকের হিরো অনীক পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।