BRAKING NEWS

আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচ ২৯ জানুয়ারি, প্রস্তুতি জোর কদমে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি।। প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত। প্রাসঙ্গিক আরও বিষয়গুলোও ইতিমধ্যে সেরে নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে। আগামী ২৮ জানুয়ারি কুমিল্লা জেলা ফুটবল একাদশ সোনামুড়া সীমান্ত দিয়ে আগরতলায় প্রবেশ করবে। ২৯ জানুয়ারি বেলা ২:০০ থেকে স্টেডিয়ামে প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলবে ত্রিপুরা ফুটবল একাদশের সঙ্গে। ত্রিপুরা ফুটবল একাদশ গঠন করার লক্ষ্যে ইতিমধ্যে অনুমোদিত বিভিন্ন ক্লাব থেকে ৩৫ জন ফুটবলারকে সিলেকশন ট্রায়ালে ডাকা হয়েছে। তাদের থেকেই মূলতঃ ২২ সদস্য বিশিষ্ট রাজ্য দল গঠন করা হবে। এদিকে এই প্রদর্শনী ম্যাচ ঘিরে স্টেডিয়াম সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কর্পোরেট সেক্টর এবং বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান স্পন্সরর হিসেবে এগিয়ে আসলে মাঠের দুদিকের প্রবেশপথে দুটি বড় তোড়ন বা গেইট এবং মাঠের ভেতরে বড় আকৃতির ফ্লেক্স লাগানো হবে। টিএফের পক্ষ থেকে এর জন্য বিভিন্ন অর্থমূল্য ধার্য করা হয়েছে। ইচ্ছুক স্পন্সররদের, টি এফ এ-র সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে এস্ট্রোটার্ফ ফুটবল গ্রাউন্ড উদ্বোধনের আগে বর্তমান টিএফএ- র বর্তমান কার্যকরী কমিটি কথা দিয়েছিল, বহি:রাজ্য বা প্রতিবেশী বাংলাদেশ থেকে ফুটবল টিম এনে ত্রিপুরা দলের সঙ্গে খেলা করানোর মাধ্যমে এই ফুটবল গ্রাউন্ড আনুষ্ঠানিক উদ্বোধন করানো হবে। কার্যত সেটাই এখন বাস্তবায়িত হতে যাচ্ছে। এদিকে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে কুমিল্লা জেলা ফুটবল একাদশ তথা ৩৫ সদস্যের বহিঃদেশীয় দল আগরতলায় আসবে। তাদের মধ্যে ২০ জন ফুটবলার রয়েছেন। উল্লেখ্য, বাংলাদেশ থেকে আগত ফুটবলার ও কর্মকর্তাদের আগরতলায় নিউ ক্যাপিটেল কমপ্লেক্সস্থিত শহীদ ভগৎ সিং যুব আবাসে থাকার ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, দীর্ঘ সময় পর এ ধরনের একটি আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বলে ম্যাচটি ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে লাইভ টেলিকাস্টের ও চিন্তা করা হচ্ছে। এদিকে, ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রদর্শনী ম্যাচ দেখতে প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে ৫০ টাকা প্রতি টিকিট। এই ম্যাচ ঘিরে টিএফএ-র সকল লাইফ মেম্বার এবং অনুমোদিত ক্লাব ও সংগঠনের কর্মকর্তাদের নিয়ে আগামীকাল বিকেল চারটায় একটি বৈঠক ডাকা হয়েছে। বলাবাহুল্য, প্রদর্শনী আন্তর্জাতিক ফুটবল ম্যাচ উপলক্ষে ত্রিপুরা ফুটবলে এসোসিয়েশন আহূত এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে টিএফ এ- র প্রেসিডেন্ট প্রণব সরকার, সহ-সভাপতি অমিত দেব, যুগ্ম সম্পাদক কৃষ্ণপদ সরকার ও মনোজ দাস প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *