শান্তিরবাজার(ত্রিপুরা), ১৭ জানুয়ারি (হি. স.) : দীর্ঘ ৫৯ মাস পর দক্ষিণ ত্রিপুরা জেলায় লাউগাং-এ জেগে উঠেছে সিপিএম। বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে কর্মী সমর্থকদের নিয়ে মিছিল ও সভা করেছে সিপিএম। নির্বাচন ঘোষণার আগেই বামফ্রন্ট প্রার্থীদের বিপুল জয়যুক্ত করার আবেদন রেখেছেন সিপিএম নেতৃবৃন্দ।
আজ লাউগাং বাজারে ছিল সাপ্তাহিক হাটবার। হাটে বিপুল মানুষের সমাগম হয় জেনেই রাজনৈতিক কর্মসূচী হাতে নিয়েছিল সিপিএম। এদিন লাউগাং নৌকার বান এলাকা থেকে কর্মী সমর্থকদের নিয়ে সিপিএম সুবিশাল মিছিল করেছে। মিছিল লাউগাং বাজারে এসে সভায় মিলিত হয়েছে। ওই মিছিলে শাসক দলের কর্মীদের উপস্থিতিতে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়েছিল। কিন্তু, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
এদিনের সভায় সিপিএম নেতৃবৃন্দ বাম জমানায় উন্নয়নের চিত্র তুলে ধরেন। পাশাপাশি, বর্তমান সরকারের বিভিন্ন কাজের তীব্র সমালোচনা করেন তাঁরা।সিপিএমের ওই কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌঁধুরী, প্রাক্তন মুখ্যসচেতক বাসুদেব মজুমদার, নারায়ন কর, আশুতোষ দেবনাথ সহ দলের অন্যান্য নেতৃত্ববৃন্দরা।