বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করতে দেয়া হল অটোর পারমিট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷  রাজ্য সরকার রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রকল্পে সহযোগিতা করে চলেছে৷ এর অঙ্গ হিসেবেই সিপাহীজলা জেলা সভাধিপতি অফিসে সোমবার বিকেল চারটায় ৫০টি অটো পারমিট তুলে দেওয়া হয় বেকার যুবক-যুবতীদের হাতে৷ রাজ্য সরকারের  চিন্তা ধারা সকলকে স্বাবলম্বন করে তোলা৷ সেই লক্ষ্যকে সামনে রেখেই সিপাহীজলা জেলা সভাধিপতির অফিস কক্ষে ৫০ টি অটো পারমিট তুলে দেওয়া হয়৷ উপস্থিত ছিলেন সিপাহীজলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত,  সিপাহীজলা জেলা উত্তরের বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক৷