মুম্বই, ১৫ জানুয়ারি (হি.স.) : পালঘরের জওহর পুলিশ তিন প্রতারককে গ্রেফতার করেছে। অভিযোগ, দেড় লাখ টাকা দিলে পাঁচ লাখ টাকা ফেরত দেবে বলে প্রতারণা করত। পুলিশ আধিকারিক সঞ্জয় কুমার ব্রাহ্মণে গোপন সূত্রে খবর পেয়ে খাম্বালা এলাকায় জাল ফেলে এবং একটি ইনোভা গাড়ি ও মোটরসাইকেল তল্লাশি করে সন্দেহভাজন তিনজনকে আটক করে। যার মধ্যে একজন ভিওয়ান্ডি এবং দুজন পালঘর জেলার বিক্রমগড়ের বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা ভালসাদের বাসিন্দা কমলেশ জোগারিকে ঠকিয়ে ছিল। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে একটি ইনোভা গাড়ি, একটি মোটরসাইকেল, দুহাজার টাকার নোটের বান্ডিল এবং বিভিন্ন ধরণের জাদুবিদ্যার জিনিসপত্র উদ্ধার করেছে।
2023-01-15

