ভোটারদের অভয় দিতে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে নিরাপত্তা কর্মীদের ফ্ল্যাগ মার্চ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারী৷৷  আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জিরো পোল ভাইওলেন্স-এর লক্ষ্যে ১৩ প্রতাপগড় বিধানসভা এলাকায় ফ্ল্যাগ মার্চ সংগঠিত করা হয়৷ ফ্ল্যাগ মার্চে পুলিশ ও টিএসআর কর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানরা অংশগ্রহণ করে৷  ভয়মুক্ত পরিবেশ তৈরি করার জন্য জায়গায় জায়গায় আরক্ষা কর্মীদের দিয়ে ফ্ল্যাগ মার্চ করা হচ্ছে৷ রবিবার পশ্চিম ত্রিপুরা জেলার নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, জেলার পুলিশ সুপার শঙ্কর দেবনাথ, সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে ১৩ প্রতাপগড় বিধানসভা এলাকায় ফ্ল্যাগ মার্চ সংগঠিত করা হয়৷ ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের পুলিশ হাসপাতাল সংলগ্ণ এলাকা থেকে এই ফ্ল্যাগ মার্চ শুরু হয়৷ ফ্ল্যাগ মার্চে পুলিশ ও টিএসআর কর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানরা অংশগ্রহণ করে৷ এইদিন প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ফ্ল্যাগ মার্চ করা হয়৷ পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন জানান আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানরা রাজ্যে এসে গেছে৷ বিভিন্ন জায়গায় তাদেরকে মোতায়েন করা হয়েছে৷ পাশাপাশি ফ্ল্যাগ মার্চ করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *