নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারী৷৷ রবিবার মহাকরণে বায়ু ভিলেজ ২.০ প্রকল্পের অগ্রগতি, ডিএনএ ক্লাব প্রোজেক্টের অগ্রগতি ও সাফল্যের বিষয় এবং কলেজ বায়োটিক ক্লাবের অগ্রগতি বিষয়ক নিয়ে বই গুলির মলাট উন্মোচন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ ইতিমধ্যে রাজ্যের চারটি জেলায় মোট ১২ টি বায়ু ভিলেজের কাজ পাইলট প্রজেক্ট হিসেবে চলছে৷ বেশ কয়েকটির কাজ শেষ হয়েছে৷ রবিবার মহাকরণে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার হাত দিয়ে বায়ু ভিলেজ ২.০ প্রকল্পের অগ্রগতি বিষয়ক একটি বইয়ের মলাট উন্মোচন করা হয়৷ ডি এন এ ক্লাব প্রোজেক্টে সুকল গুলিকে ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিল প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদান করে৷ এর মাধ্যমে কুড়িটি কাজ হাতে কলমে করার ব্যবস্থাপনা রয়েছে৷ আটটি জেলার ৮২টি সুকলে ডিএনএ ক্লাব প্রজেক্ট রয়েছে৷ ২০২২-২৩ এ ৩০ টি সুকলকে এর আওতায় আনা হয়েছে৷ ২০২৩-২৪ অর্থবছরে আরো ৪০ টি সুকলকে ডি এন এ ক্লাব এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে৷ অপরদিকে কলেজ বায়োটেক ক্লাবের মাধ্যমে এপর্যন্ত মোট দশটি কলেজকে এই প্রজেক্টের আওতায় আনা হয়েছে৷ ২০২৩-২৪ অর্থবর্ষে আরও পাঁচটি কলেজকে এই প্রকল্পের আনার পরিকল্পনা চলছে৷
2023-01-15