নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারী৷৷ কুমারঘাট মহকুমায় ধাবাবাহিক উন্নয়নের কর্মযে’ আজ আরেকটি পালক সংযোজন হল৷ রাজ্য সভার সাংসদ বিপ্লব কুমার দেবের হাত ধরে আজ উদ্বোধন হল দীর্ঘ প্রতিক্ষিত গীতা’লী অডিটোরিয়াম৷ অডিটোরিয়ামের উদ্বোধন করে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, ২০১৮ সালে রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠার পর সারা রাজ্যের সাথে কুমারঘাট মহকুমাকেও পরিকাঠামো থেকে শুরু করে সব দিক দিয়ে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে৷ উল্লেখযোগ্য উন্নয়নের মধ্যে কুমারঘাট মহকুমা আধুনিক রেল পরিষেবার সাথে যুক্ত হয়েছে৷ এর সুুফল ভোগ করছেন এখন গোটা জেলার মানুষ৷ কুমারঘাট রেল স্টেশন থেকেই এখন বহির্রাজ্যের সাথে যোগাযোগ করা যায়৷ নরেন্দ্র মোদির নেত’ত্বাধীন কেন্দ্রীয় সরকারের আশীর্বাদ না থাকলে তা কখনো সম্ভব হত না বলেও তিনি জানিয়েছেন৷ উল্লেখ্য, শীততাপ নিয়ন্ত্রিত এই অডিটরিয়ামের আসন সংখ্যা হবে এক হাজার৷ নির্মাণের দায়িত্বে রয়েছে পূর্ত দপ্তর৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, বর্তমান সরকার প্রতিশ্রতি মতো কাজ করে চলেছে৷ সামাজিক ভাতা প্রথম তিনশ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা এবং পর্যায়ক্রমে আরও এক হাজার টাকা বাড়িয়ে দু’হাজার টাকা করা হয়েছে৷ জাতীয় সড়কের দারুন উন্নয়ন ঘটানো হয়েছে৷ এখন আগরতলা থেকে চুড়াইবাড়ি পর্যন্ত সড়ক পথে খুব অল্প সময়ে যাওয়া যায়৷ কৈলাসহরের নতুন বিমানবন্দর তৈরী করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে৷ তিনি বলেন, জল জীবন মিশনের মাধ্যমে সারা রাজ্যে ৬০ শতাংশ পরিবারে পাইপ লাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে৷ ২০২৪ সালের মধ্যে সব বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করা হবে৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ঘরের ব্যবস্থা করা হয়েছে৷ ২০১১ সালের তালিকা অনুযায়ী ঘর প্রাপকদের ঘর প্রদান করা হয়েছে৷ ঘর প্রদানের ক্ষেত্রে কোথাও বৈষম্য করা হয়নি৷ আগামী দিনে আরও ৬০ হাজার পরিবারকে ঘর প্রদান করা হবে বলেও তিনি জানিয়েছেন৷ সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, আমাদের সরকারের উদ্দেশ্য সবার জন্য সরকার, সবার জন্য কাজ৷ এই নীতির ভিত্তিতেই রাজ্য সরকার কাজ করছে৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তপশিলি জাতি কল্যাণ, প্রাণী সম্পদ বিকাশ ও শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন, গত প্রায় পাঁচ বছরে কুমারঘাট মহকুমায় একটার পর একটা উন্নয়ন হয়েছে৷ তিনি জানিয়েছেন কুমারঘাটের উন্নয়নের জন্য সম্পতি এশিয়ান ডেভলাপমেন্ট ব্যাঙ্ক থেকে ৩৫ কোটি টাকার অনুমোদন এসেছে৷ পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় বিদ্যাজ্যোতি সুকলে রূপান্তরিত হওয়ার পর এর পরিকাঠামো উন্নয়নে সাড়ে আট কোটি টাকার আর্থিক অনুমোদন পাওয়া গেছে৷ আগামী কয়েকদিনের মধ্যে এই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে শিলান্যাস হবে বলেও তিনি জানিয়েছেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারঘাট পুর পরিষদের চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস৷ স্বাগত ভাষণ রাখেন পুর পরিষদের ডেপুটি সিইও সৌরভ আল আমেন৷ উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের সুুপারিনডেন্ট ইি’নিয়ার রতির’ন দাস৷