ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি।। দুর্দান্ত জয় ছিনিয়ে আরসিসি ফাইনালে। অমরপুর ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। রাঙ্গামাটি গ্রাউন্ডে আগামীকাল সকাল দশটায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আরসিসি ও বিবেকানন্দ ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। আজ, বুধবার লীগ পর্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাচে আরসিসি ছয় উইকেটের ব্যবধানে দেবপ্রীত ক্রিকেট একাডেমীকে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র ছিনিয়ে নেয়। বিবেকানন্দ ক্লাব লীগ পর্যায়ের তিন ম্যাচের তিনটিতেই জয়ী হয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। চার দলীয় এই টুর্নামেন্টে আরসিসি আজ দ্বিতীয় জয় পেয়ে তালিকায় দ্বিতীয় শীর্ষে অবস্থান করে ফাইনালের ছাড়পত্র পেয়েছে। রাঙামাটি গ্রাউন্ডে সকাল দশটায় আজ ম্যাচ শুরুতে টস দিতে আরসিসি প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। দেবপ্রীত ক্রিকেট একাডেমি ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ১৮ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে রাহুল সরকারের ৩৭ রান সর্বাধিক ছিল। আরসিসির আরিফ চৌধুরী ৮ রানে এবং সৌরভ সূত্রধর ১১ রানে তিনটি করে উইকেট পেয়েছে। প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে আর সি সি ১৪ ওভার ৪ বল খেলে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে রিতম দাসের ৪২ রান এবং রাহুল দাসের ৩৮ রান দলকে সহজে জয়ের কাছাকাছি পৌঁছে দেয়। দেবপ্রীত ক্রিকেট একাডেমীর রামদুলাল সাহা ১৬ রানে দুটি উইকেট পেয়েছে। বিজয়ী দলের সৌরভ সূত্রধর পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের স্বীকৃতি।