মুম্বই, ১০ জানুয়ারি (হি.স.) : এবার অস্কারের লড়াইয়ে জায়গা করে নিল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’। আরও পাঁচটি ভারতীয় ছবির সঙ্গে অস্কার পুরস্কারের প্রথম নির্বাচনী তালিকায় জায়গা করে নিল এই ছবি।মঙ্গলবার নিজেই টুইট করে একথা জানিয়েছেন পরিচালক। মুক্তি পাওয়ার আগে থেকেই এই ছবি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে।বিবেক অগ্নিহোত্রী এই ছবিকে ‘প্রোপাগন্ডা’ হিসেবে উপস্থাপন করেছেন বলে মত সিনে সমালোচকদের। এই ছবিতে সত্য়কে নিজের মতো করে ব্যবহার করার চেষ্টা করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী, দাবি অনেকের ৷ যেভাবে তিনি কাশ্মীরের ইতিহাস তুলে ধরেছেন ছবিতে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার অভিনীত এই ছবি প্রেক্ষাগৃহে যে মারাত্মক সাফল্য পেয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। মঙ্গলবার আকাদেমির প্রাথমিক তালিকায় জায়গা করে নেওয়ার আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন বিবেক নিজেই।
2023-01-10

