করিমগঞ্জ (অসম) ১০ জানুয়ারি (হি.স.) : আগামী ১২ জানুয়ারি জাতীয় যুব দিবসের দিন স্বামী বিবেকানন্দ সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, করিমগঞ্জ-এর উদ্যোগে করিমগঞ্জ শহরের লঙ্গাই রোডের ডিআইসি অফিস প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের একটি আবক্ষ মূর্তির উন্মোচন করা হবে।
করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী প্রভাসানন্দজি মহারাজ করিমগঞ্জের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে স্বামীজির এই মর্মর আবক্ষ মূর্তির শুভ উন্মোচন করবেন। ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ও সফল করে তুলতে আয়োজক কমিটির পক্ষে সুব্রত ভট্টাচার্য সকলের কাছে আবেদন জানিয়েছেন।