BRAKING NEWS

ধস শেয়ারবাজারে, একদিনেই ৬৩১ পয়েন্ট খোয়াল সেনসেক্স

মুম্বই, ১০ জানুয়ারি (হি. স.) : মঙ্গলবার ধস নামল শেয়ার বাজারে। ৬৩১ দশমিক ১৮ পয়েন্ট খুঁইয়ে বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়িয়েছে ৬০ হাজার ১১৫ দশমিক ৪৮ সূচকে। ১৮৫ পয়েন্ট খুঁইয়ে নিফটি নেমেছে ১৮ হাজারের গণ্ডির নিচে।

আগের দিনের তুলনায় ৫৮ পয়েন্ট বেশি নিয়ে এদিন সকাল শুরু হয়েছিল শেয়ারবাজারের পথচলা। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই শেয়ার বিক্রির হিড়িক পড়ায় ধস নামে। এক সময়ে ৮০৯ পয়েন্ট খুঁইয়ে ৬০ হাজারের গণ্ডির নিচে চলে যায় সেনসেক্স। ৫৯ হাজার ৯৩৮ দশমিক ৩৮ সূচকে নেমে যায়। শেষ পর্যন্ত কিছুটা ধাক্কা সামলে ৬০ হাজারের উপরে ওঠে সেনসেক্স। এদিন সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে গৌতম আদানির সংস্থার শেয়ার। সেনসেক্স ও নিফটির পতনের ফলে একদিনে বাজার থেকে বিনিয়োগকারীদের দুই লক্ষ কোটি টাকার বেশি উধাও হয়ে গিয়েছে। ভারতী এয়ারটেলের শেয়ার দর পড়েছে। টাটা মোটরস, হিন্ডালকো, অ্যাপলো হাসপাতালের শেয়ার লাভের মুখ দেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *