BRAKING NEWS

মধু চৌধুরী পাড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের শিলান্যাস, মানবসম্পদ উন্নয়নে গুণগত শিক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি ৷৷ রাজ্যে মানবসম্পদ উন্নয়নে গুণগত শিক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে৷ উন্নত মানবসম্পদ গড়ে উঠে শ্রেণীকক্ষ থেকে৷ আজ মোহনপুর মহকুমার লেফুঙ্গা ব্লকের মধু চৌধুরী পাড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের শিলান্যাস করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা৷ 

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা মানে জীবন৷ শিক্ষা মানে যুক্তি৷ শিক্ষা মানে অন্ধকার থেকে আলোয় যাওয়া৷ শিক্ষা মানে বিকাশ৷ বর্তমান সরকার ক্ষমতায় এসে রাজ্যের শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে৷ গুণগত শিক্ষার প্রসারে রাজ্যে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এনসিইআরটি পাঠক্রম চালু করা হয়েছে৷ ২৯৫টি বিদ্যালয়ে বৃত্তিমূলক শিক্ষা চালু করা হয়েছে৷ 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেফুঙ্গা বিএসির চেয়ারম্যান রণবীর দেববর্মা, পূর্ত দপ্তরের কার্যনির্বাহী বাস্তুকার নিহার র’ন দেববর্মা, লেফুঙ্গা ব্লকের বিডিও ললিত মোহন চাকমা, জেলা শিক্ষা আধিকারিক রূপন রায়, শিক্ষা দপ্তরের আধিকারিক সুুকুমার দেববর্মা প্রমুখ৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোনালক্ষী দেববর্মা৷ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে ব্যয় হবে ৩ কোটি ৯০ লক্ষ টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *