BRAKING NEWS

এনসিসি ক্যাডেটদের নিয়ে ৮ দিনব্যাপী যৌথ ও বার্ষিক প্রশিক্ষণ শিবির শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি ৷৷ আগরতলা নেতাজী সুুভাষ আ’লিক প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল থেকে সারা রাজ্যের এনসিসি ক্যাডেটদের নিয়ে ৮ দিনব্যাপী যৌথ ও বার্ষিক প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে৷ চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত৷ ১৩-ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি-র উদ্যোগে আয়োজিত আজ এই ট্রেনিং ক্যাম্প এর উদ্বোধন করেন ১৩-ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি-র কমাণ্ডিং অফিসার, কর্নেল এমএ রাজমান্নার৷ এই ট্রেনিং ক্যাম্পে ১৩-ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি, ১৫ (স্বাধীন) বয়েজ কোম্পানী এনসিসি এবং ৭১ (স্বাধীন) গার্লস কোম্পানী এনসিসি এই তিনটি বিভাগ থেকে মোট ২৫৫ জন এনসিসি ক্যাডেট অংশ নিয়েছে৷ এর মধ্যে বালক রয়েছে ১৩১ জন এবং বালিকা রয়েছে ১২৫ জন৷ এই ট্রেনিং ক্যাম্প এর উদ্বোধন করে ১৩-ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি-র কমাণ্ডিং অফিসার, কর্নেল এম এ রাজমান্নার এনসিসি ক্যাডেটদের দেশ মাত’কার সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান৷ তিনি ক্যাডেটদের রোজ শরীরচর্চা, নিয়মানুবর্তিতা ও সুুশৃঙ্খল হবার পরামর্শ দেন৷ তিনি বলেন, এই অর্থবছরে এটি ত’তীয় ক্যাম্প৷ এতে রাজ্যের ১২টি কলেজ ও ১৮টি সুকল থেকে ক্যাডেটগণ অংশ নিয়েছে৷ 

অনুষ্ঠানে ১৩-ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি-র ল্যাফটেনেন্ট সমীর কুমার দিয়াবাঘ জানান, ৮ দিনের এই ক্যাম্পে ক্যাডেটদের শেখানো হবে নিয়মানুবর্তিতা, অ’ প্রশিক্ষণ, ফায়ারিং, পিটি, ড্রিল, দক্ষতা বৃদ্ধি, যোগাসন, প্রাক’তিক বিপর্যয় মোকাবিলা, ট্রাফিক সচেতনতা, সাইবার নিরাপত্তা, মেডিটেশন, সড়ক নিরাপত্তা সপ্তাহ, যুবদিবস পালন, স্বচ্ছতা অভিযান, বিশ্ব হিন্দি দিবস পালন ইত্যাদি৷ এছাড়া ড্রয়িং, ভাষণ, দলগত আলোচনা, ফায়ারিং, ড্রিল, ওভার অল বেস্ট ক্যাডেট, কলেজ ও সুকল নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে৷ প্রশিক্ষণের পর ওভার অল বেস্ট কলেজ ও সুকলকে ট্রফি দেওয়া হবে৷ অন্য সকলকে দেওয়া হবে শংসাপত্র৷ তিনি জানান, এই ক্যাম্পে আইএএস, আইপিএস, বিএসএফ, আর্মি ও মেডিক্যাল অফিসারগণ ক্যাডেটদের প্রশিক্ষণ দেবেন৷ অনুষ্ঠানে ১৩-ত্রিপুরা বিএন এনসিসি-র কর্ণেল বিনয় রওথান সহ পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷ ক্যাডেটগণ ’হম সব ভারতীয় হ্যায়’ উদ্বোধনী সংগীত পরিবেশন করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *