নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি ৷৷ আগামী ২৪ মার্চ থেকে ৫ এপ্রিল হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ৪১তম আগরতলা বইমেলা৷ ২৪ মার্চ বিকেলে বইমেলার উদ্বোধন হবে৷ ৪১তম আগরতলা বইমেলা উপলক্ষে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে প্রস্তুতি কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সভায় তথ্য ও সংসৃকতিমন্ত্রী সুুশান্ত চৌধুরী বলেন, প্রত্যেকের মতামত নিয়ে বিগতদিনের চাইতে সুুন্দর ও সফলভাবে এই মেলা আয়োজন করা হবে৷ এই মেলাকে আরও গ্রহণযোগ্য করে তোলার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন৷ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সহ দেশের অন্যান্য রাজ্য থেকেও যাতে প্রকাশনা সংস্থা এই মেলায় অংশগ্রহণ করে সেজন্য দপ্তর এবং বইমেলার বিভিন্ন কমিটিকে সদর্থক মনোভাব নিয়ে কাজ করার জন্য তিনি আহ্বান জানান৷ সভায় তথ্য ও সংস্ক’তি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস ৪১তম আগরতলা বইমেলা আয়োজনের একটি প্রাথমিক খসড়া সকলের সামনে তুলে ধরেন৷
সভায় ৪১তম আগরতলা বইমেলা সফল করে তুলতে একটি আয়োজক কমিটি ও একটি পরিচালন কমিটি গঠন করা হয়েছে৷ তাছাড়াও সভায় সেমিনার, কবি সম্মেলন, ক্যইজ, মরণিকা, সাংস্ক’তিক, কনস্ট্রাকশন, ডেকোরেশন অ্যাণ্ড স্টল ডিস্ট্রিবিউশন, ফিনান্স, অ্যাওয়ার্ড, ভলান্টিয়ার ও মিডিয়া সাবকমিটি গঠন করা হয়৷ পরবর্তী সময়ে এই আয়োজক কমিটি, পরিচালন কমিটি ও অন্যান্য সাবকমিটিগুলি প্রয়োজনে সংশোধন করা হবে৷ সভায় তথ্য ও সংস্ক’তি দপ্তরের অধিকর্তা আশা প্রকাশ করেন এবারের বইমেলায় সর্বোচ্চ ১৬০টি বিভিন্ন আকারের স্টল খোলা হবে৷ তাছাড়া বইমেলার থিম ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে পরবর্তী সভায় আলোচনা করে স্থির করা হবে৷ সভায় আগরতলাস্থিত বাংলাদেশ হাইকমিশনের সহকারি হাইকমিশনার আরিফ মোহাম্মদ বলেন, ৪১তম আগরতলা বইমেলায় বাংলাদেশের বেশি সংখ্যক প্রকাশনা সংস্থা ও পুস্তক বিক্রেতা অংশ নেয় সেজন্য তিনি উদ্যোগ নেবেন৷ সভায় তিনি বইমেলায় বহির্দেশ থেকে যে সমস্ত প্রকাশনা সংস্থা ও পুস্তক বিক্রেতা সংস্থা আসবে তাদের জন্য একটি আন্তর্জাতিক ডেস্ক তৈরি করার উপরও গুরুত্ব আরোপ করেন৷ তাছাড়াও প্রস্তুতি কমিটির প্রথম সভায় আলোচনা করেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গা প্রসাদ প্রোসাইন, ত্রিপুরা উচ্চশিক্ষা পর্ষদের চেয়ারম্যান অরুণোদয় সাহা, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার, তথ্য ও সংস্ক’তি দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী৷ এদিনের সভায় বিভিন্ন দপ্তর, প্রকাশনা সংস্থা ও সাংস্ক’তিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ নেন৷