ত্রিপুরা-৩১৮/৮ (ডি:)
মিজোরাম- ৮৫/৭
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি।।সফররত মিজোরামের উপর জাকিয়ে বসলেন ত্রিপুরার ক্রিকেটাররা। বড় কোনও অঘটন না ঘটলে মঙ্গলবার দিনের শুরুতেই লিড নিয়ে নেবে ত্রিপুরা। এরপরই সরাসরি জয়ের জন্য ঝাঁপাবেন বিক্রম দাস-রা। অনূর্ধ্ব-২৫ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে দ্বিতীয় দিনের শেষে ত্রিপুরা আপাতত এগিয়ে ২৩৩ রানে।ত্রিপুরার গড়া ৩১৮ রানের জবাবে দ্বিতীয দিনের শেষে ৭ উইকেট হারিয়ে মিজোরাম ৮৫ রান করে। ত্রিপুরার বিক্রম দাস শতরান করেন। এছাড়া দলনায়ক বিক্রম দেবনাথ এবং শঙ্কর পাল অর্ধশতরান করেছেন। বল হাতে বিধ্বংসী মেজাজে ছিলেন সন্দীপ সরকার। প্রথম দিনের ৪ উইকেট ১৯১ রান নিয়ে খেলতে নেমে সোমবার দিনের শুরু থেকেই দ্রুত রান তোলার দিকে নজর দেন ত্রিপুরার ব্যাটসম্যান-রা। এদিনও ঘন কুয়াশার জন্য সকালের প্রায় দুই ঘন্টা খেলা হয়নি। মধ্যান্ন ভোজের পর খেলা যখন শুরু হয় তখন ত্রিপুরার দুই অপরাজিত ব্যাটসম্যান পল্লব দাস এবং দলনায়ক বিক্রম দেবনাথ ঝড়ো গতিতে ব্যাট করতেএ থাকেন। এদিন ত্রিপুরা ১৭.৫ ওভার ব্যাট করে আরও ৪ উইকেট হারিয়ে ১২৭ রান যোগ করে। প্রথম দিনে ৯০ রানে অপরাজিত থাকা পল্লব শতরান করতে ভুল করেননি। বিক্রমের সঙ্গে ১২৩ বল খেলে মোট ৯০ রান যোগ করেন পল্লব। ত্রিপুরার ওই ওপেনারটি ১৮৪ বল খেলে ২০ টি বাউন্ডারির সাহায্যে ১২৩ রান করেন। এছাড়া দলনায়ক বিক্রম ৯৪ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭২ রানে অপরাজিত থেকে যান। ত্রিপুরা ৮ উইকেটে ৩১৮ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষনা করে। মিজোরামের পক্ষে ভানলাল রোয়াতা (২/৫৯) এবং থুলুঙ্গা (২/৭৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে মিজোরাম দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৮৫ রান করে। নুনফেলা দৃঢ়তার সঙ্গে ব্যাট করে মিজোরামকে ইকছুটা টেনে তোলার চেষ্টা করছেন। দিনের শেষে ১০০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩০ রানে অপরাজিত থেকে যান। ত্রিপুরার সন্দীপ সরকার (৪/১৭) সফল বোলার।