ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি।।ত্রিপুরার ক্রিকেটারদের আইপিএল-এ খেলার সুযোগ উঁকি দিচ্ছে। অকশনে নাম রেজিস্টার করানোর মানেই হলো বীজ বপন। পরিবেশ পরিস্থিতি ভালো হলে আইপিএল-এর প্রথম আসর থেকেই হয়তো দেখা যেতে পারে ত্রিপুরার ক্রিকেটারদের বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং প্রতিভা। আলোচ্য বিষয় মূলতঃ উইমেন্স আইপিএল নিয়ে। যার আসন্ন অকশনে ত্রিপুরার মহিলা ক্রিকেটারদের বিশেষ করে যাদের নাম ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অনুমোদিত ক্রিকেটারদের নামের তালিকায় নাম রয়েছে রয়েছে, তাদেরকে উইমেন্স আইপিএল অকশন ২০২৩-তে নাম রেজিস্টার করার জন্য আহ্বান করা হচ্ছে। তবে এ বিষয়ে ১০ থেকে ২০ জানুয়ারির মধ্যে ছুটির দিন ব্যতিরেকে, টিসিএ’র সদর কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত ডিজিটাল এন্ড ওয়েব মিডিয়া এক্সিকিউটিভ চিরঞ্জীব চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে নিতে সচিব তাপস ঘোষ এক বিবৃতিতে বিস্তারিত জানিয়েছেন।
2023-01-09