নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ ২০১৬ সালে কেন্দ্রীয় সরকার সিএ বিল নিয়ে আসে৷ এই সি এ বি -র বিরোধীতা করে ন্যসু-র আহবানে সাড়া দেশে বনধের ডাক দেওয়া হয়৷ এতে সামিল হয় তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন৷ পরবর্তী সময় এই বিল অ্যাক্টে পরিণত হয়৷ কিন্তু ২০১৯ সালের ৮ জানুয়ারী এই বিলের বিরোধীতা করে জিরানীয়ার মাধব বাড়িতে তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশনের বহু সদস্য সমবেত হয়েছিল৷ আন্দোলন চলাকালীন সময়ে মাধববাড়িতে রাজ্য পুলিশ বিনা সতর্ক করে এবং জলকামান ব্যবহার না করেই গুলি চালায়৷ পুলিশ এক পক্ষ হয়ে এই গুলি কান্ড সংগঠিত করে৷ এই ঘটনা ভোলার নয়৷ তাই ৮ জানুয়ারী দিনটিকে কালো দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নেয় তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন৷ রবিবার উজান অভয়নগর এলাকায় তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন টাউন ও কলেজ কমিটির পক্ষ থেকে কালাদিবস পালন করা হয়৷
2023-01-08

