নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ প্রদেশ বিজেপির লিগ্যাল সেলের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় আইনজীবী সম্মেলন৷ জেলরোডস্থিত পূর্বাশার কনফারেন্স হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়৷
প্রদেশ বিজেপির লিগ্যাল সেলের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় আইনজীবী সম্মেলন৷ জেলরোডস্থিত পূর্বাশার কনফারেন্স হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়৷ এইদিনের আইনজীবী সম্মেলনে প্রদেশ বিজেপির লিগ্যাল সেলের সদস্য সদস্যারা প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন৷ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির নির্বাচনী প্রভারি ডাক্তার মহেন্দ্র কুমার সিং রাজ্যের সার্বিক উন্নয়নের বিষয়ে তুলে ধরেন৷ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির নির্বাচনী প্রভারি ডাক্তার মহেন্দ্র কুমার সিং, আইন মন্ত্রী রতন লাল নাথ, রাজ্যের এডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দেব সহ অন্যান্যরা৷
2023-01-08