ঝাড়গ্রাম, ৮ জানুয়ারি (হি. স.) এফসিআই গোডাউনে স্থানীয় তৃণমূল নেতাদের দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন এলাকার কৃষক এবং শ্রমিকেরা। রবিবার ঝাড়্গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের বাহানুরাতে অবস্থিত এফসিআই গোডাউনে মুল গেটে এলাকার কৃষক ও শ্রমিক নামাঙ্কিত পোস্টার শার্টানো হয়েছে সেই পোস্টারে ব্লক সভাপতি, যুব তৃণমূলের ব্লক সভাপতি, প্রাথমিক শিক্ষা সেলের সভাপতি এবং এসসিআই গোডাউনের কর্তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
তাদের অভিযোগ প্রতি গাড়ি লোডিং আন লোডিং এর জন্য কাটমাণি নেওয়া হচ্ছে। প্রতি গাড়ি পিছু শ্রমিকদের কাছ থেকে ৩০০ টাকা নেওয়া হচ্ছে কাঠমাণি হিসেবে। নায়্য মূল্যে ধান বিক্রি করতে এসে কুইন্টাই প্রতি ৮ কেজি ধান কেটে নেওয়া হচ্ছে এই সমস্ত অভিযোগ করা হয়েছে ওই পোস্টার গুলিতে। এদিন সকালে এই পোস্টার গুলি দেখা যায় এফসিআই গোডাউনের মুল গেটে। এবিষয়ে গোপীবল্লভপুর দুই ব্লকের ব্লক সভাপতি টিঙ্কু পাল বলেন, “এফসিআই গোডাউন আমাদের ব্লকের গোডাউন সেখানে প্রশাসনিক ব্যাপার সেখানে আমাদের নেতৃত্বদের নাম পরিকল্পিত ভাবে জড়ানো হয়েছে। কারণ ওরা কাপুরুষের মতো রাতের অন্ধকারে গোডাউনের সামনে পোস্টার শার্টিয়েছে। এখানে কেউ বা কারা কৃষকদের নাম এই পোস্টার গুলি ছাপিয়েছে। এখানে কৃষক বা শ্রমিকেরা কেউ যুক্ত নয়। এটা কেউ পরিকল্পিত ভাবে চক্রান্ত করে এই কাজ করেছে। “