আগরতলা, ৭ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় বিজেপির জনবিশ্বাস যাত্রায় কেন্দ্রীয় নেতৃত্বের অংশ গ্রহণের তালিকা চূড়ান্ত হয়েছে। সাংসদ লকেট চট্টোপাধ্যায়, অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানোয়াল, পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির কেন্দ্রীয় নেতা মিঠুন চক্রবর্তী বিজেপির ওই জনবিশ্বাস যাত্রায় অংশ নেবেন। উমাকান্ত ময়দানে ওই যাত্রার সমাপ্তিতে থাকছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নড্ডা।
সূচী অনুযায়ী ৮ জানুয়ারি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, ৯ জানুয়ারি অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা, ১০ জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ১১ জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানোয়াল এবং কেন্দ্রীয় নেতা মিঠুন চক্রবর্তী জনবিশ্বাস যাত্রায় অংশ নেবেন। ১২ জানুয়ারি ওই যাত্রার সমাপ্তি হবে। উমাকান্ত ময়দানে ওই যাত্রার সমাপ্তিতে থাকছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। তিনি এদিন জনসভায় অংশ নেবেন।প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ওই জনবিশ্বাস যাত্রার সূচনা করেছেন। উত্তর ও দক্ষিণ ত্রিপুরা থেকে রওয়ানা দিয়ে ওই রথ ৮টি জেলা পরিক্রমা করবে।