শ্রীনগর, ৭ জানুয়ারি (হি.স.): শীতের দাপট একটু কমল জম্মু ও কাশ্মীরে। শনিবার জম্মু ও কাশ্মীরের সর্বত্রই স্বাভাবিকের ঊর্ধ্বে চলে গেল সর্বনিম্ন তাপমাত্রা। শ্রীনগর থেকে গুলমার্গ, পহেলগাম থেকে জম্মু সর্বত্রই বেড়েছে তাপমাত্রা। কাশ্মীরে পহেলগামে তাপমাত্রার পারদ চড়ে মাইমাস ২.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। শ্রীনগরের তাপমাত্রা ছিল মাইনাস ১.৪ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গের তাপমাত্রা বেড়ে পৌঁছেছে মাইনাস ২.৬ ডিগ্রি সেলসিয়াসে।
তাপমাত্রা বেড়েছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও। লাদাখের লেহ-তে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১০.৮ ডিগ্রি সেলসিয়াস ও কার্গিলে মাইনাস ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। জমজমাট শীত বজায় থাকলেও পারদ চড়েছে জম্মুতেও, সেখানে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.০ ডিগ্রি সেলসিয়াস।