BRAKING NEWS

রেড রিবন ট্রফি বিশালগড় প্রেস ক্লাবের আয়োজনে প্রীতি ক্রিকেটে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি।। প্রীতি ক্রিকেট জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের জয় অব্যাহত। সম্প্রীতির মেলবন্ধন আরও দৃঢ় করার উপলক্ষে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে সাংবাদিক ক্রিকেটারদের দল জেআরসি ৭ উইকেটে দুর্দান্ত জয় পেয়েছে। আজ, শুক্রবার এই ম্যাচের আয়োজক ছিল বিশালগড় প্রেস ক্লাব। কড়ুইমুরা গ্রাউন্ডে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে জয়ের সুবাদে প্রাপ্ত চ্যাম্পিয়ন ট্রফি জেআরসি-র পক্ষ থেকে ‘রেড রিবন ট্রফি’ নামে উৎসর্গ করা হয়েছে। ত্রিপুরা এইডস্ কন্ট্রোল সোসাইটির তরফ থেকে আজকের এই ম্যাচ স্পন্সর করার মধ্য দিয়ে সামাজিক সচেতনতা বোধ জাগ্রত করার প্রয়াস নেয়া হয়েছে। বিজয়ী জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব এবং আয়োজক বিশালগড় প্রেসক্লাবের পক্ষ থেকেও সংশ্লিষ্ট পৃষ্ঠপোষকদের প্রতি ধন্যবাদ জানানো হয়েছে। বেলা সাড়ে ১১টায় ম্যাচ শুরুতে টস জিতে বিশালগড় প্রেস ক্লাবের অধিনায়ক তাজুল ইসলাম প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ১৯ ওভার ৪ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনের রাকেশ মিয়ার সর্বাধিক ৩২ রান, কিশোর দেবনাথের ২৭ রান এবং অমিত চৌধুরীর ১৮ রান উল্লেখযোগ্য। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের বিশ্বজিৎ দেবনাথ ১৬ রানে চারটি উইকেট তুলে নিয়ে বেশ সাফল্য পেয়েছে। এছাড়া, অনির্বাণ দেব-এর দুই উইকেট দখলও উল্লেখ করার মতো। প্রসেনজিৎ সাহা, অরূপ সিংহ রায় ও সায়ন কুমার দাস প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব ১০ ওভার ৪ বল খেলে তিন উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। চতুর্থ উইকেটের জুটিতে ওপেনার দিব্যেন্দু দে এবং অরুপ সিংহ রায়ের অনবদ্য দৃঢ়তাপূর্ণ ব্যাটিং দলকে সহজে জয় এনে দেয়। অরুপ অপরাজিত ভূমিকায় ৫৪ রান সংগ্রহ করে ম্যান অফ দ্যা ম্যাচের সুদৃশ্য ট্রফিও পায়। ওপেনার দিব্যেন্দু’র অপরাজিত ৩১ রানও উল্লেখযোগ্য। বিশালগড় প্রেস ক্লাবের রাকেশ মিয়া একাই তিনটি উইকেট পায় ১৮ রানের বিনিময়ে। এছাড়া জেআরসি’র পক্ষে অধিনায়ক অভিষেক দে, সুব্রত দেবনাথ, বাপন দাস, মিল্টন ধর, প্রীতম নাহা’র পারফরম্যান্সও উল্লেখ করার মতো। খেলা পরিচালনা করেন আম্পায়ার সুকান্ত সাহা, মোঃ আলাউদ্দিন এবং স্কোরার সবুজ খান। ম্যাচ শুরুর আগে অতিথিবর্গ পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন সুশান্ত দেব, মহকুমা প্রশাসন বিভাগের নির্বাচন বিষয়ক সচেতনতামূলক প্রচারক বিজয় কুমার দাস যেমন আয়োজকদের ভূয়সী প্রশংসা করে উৎসাহ যুগিয়েছেন, তেমনি খেলা শেষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, সচিব তাজুল ইসলাম, জেআরসি-র সভাপতি তথা সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথ প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। মাঝে সিপাহীজলা জেলার জিলা সভাধিপতি শ্রীমতি সুপ্রিয়া দাস দত্ত এবং সমাজসেবক গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ রোমাঞ্চকর ম্যাচ উপভোগ করে আয়োজকদের ভূয়ষী প্রশংসা করেন। খেলার ধারাভাষ্যে তাজুল ইসলাম যেমন বিশেষ ভূমিকা রেখেছেন, তেমনি জেআরসি-র সম্পাদক অভিষেক দে এ ধরনের প্রীতি ম্যাচ নিয়মিত জারি রাখার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *