সানোলি (হরিয়ানা), ৬ জানুয়ারি (হি.স.): ভারত জোড়ো যাত্রার উত্তর প্রদেশ অধ্যায় শেষ, কংগ্রেসের এই ভারত জোড়ো যাত্রা এবার হরিয়ানায় প্রবেশ করেছে। শুক্রবার সকাল আটটা থেকে হরিয়ানার সানোলির পানিপত রোড থেকে শুরু হয়েছে ভারত জোড়ো যাত্রা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নেতৃত্বে পদযাত্রায় অংশ নেন অসংখ্য কংগ্রেস নেতা ও কর্মীরা।
বিপুল ‘জন সমুদ্রের’ মাঝখান দিয়ে হাঁটতে থাকেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পদযাত্রায় হাঁটতে হাঁটতেই অনেকের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। সাধারণ মানুষের মধ্যেও বিপুল উৎসাহ দেখা গিয়েছে। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা মানুষজনের উদ্দেশে মাঝেমধ্যে হাত নাড়েন রাহুল। শোনেন মানুষের অভাব-অভিযোগের কথা।

