নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): জল সংরক্ষণের ক্ষেত্রে রাজ্যের প্রচেষ্টা দেশের সম্মিলিত লক্ষ্য অর্জনে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের ভোপালে, জল সংক্রান্ত সর্বভারতীয় বার্ষিক রাজ্য মন্ত্রীদের সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমাদের সাংবিধানিক ব্যবস্থায় জলের বিষয়টি রাজ্যের নিয়ন্ত্রণে আসে। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জল সংক্রান্ত সর্বভারতীয় বার্ষিক রাজ্য মন্ত্রীদের সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী।
সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, জল নিরাপত্তায় বড় ধরনের অগ্রগতি করেছে ভারত। ২০৪৭ সালের লক্ষ্যে আমাদের জল দৃষ্টিভঙ্গি অমৃত কালের জন্য একটি বড় অবদান হবে। প্রতিটি জেলায় ৭৫টি অমৃত সরোবর তৈরির জন্য দেশ একসঙ্গে কাজ করছে। এখনও পর্যন্ত ২৫ হাজার অমৃত সরোবর তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর কথায়, জল সংরক্ষণের ক্ষেত্রে আমাদের জিওসেন্সিং ও জিওম্যাপিংয়ের মতো প্রযুক্তি ব্যবহার করতে হবে। শিল্প ও কৃষি এই দু’টি এমন সেক্টর যেখানে জলের প্রয়োজন হয়। জল জীবন মিশন প্রতিটি বাড়িতে জল সরবরাহ করার জন্য একটি প্রধান উন্নয়ন প্যারামিটার হয়ে উঠেছে।”