BRAKING NEWS

করিমগঞ্জের বারইগ্রাম আশ্রমে ১৩‌ দিনব্যািপী বি‌ভিন্ন মাঙ্গ‌লিক অনুষ্ঠান শুরু

বারইগ্রাম (অসম), ৫ জানুয়ারি (হি.স.) : প্রতি বছ‌রের মতো এবারও করিমগঞ্জ জেলার অন্তর্গত বারইগ্রামে অবস্থিত শ্রীশ্রী গোপাল জিউ শ্রীশ্রী রাধাবিনোদ জিউ ও শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রমে ১৩ দিনব্যাপী নানা মাঙ্গ‌লিক কার্যসূচি হা‌তে নেওয়া হ‌য়ে‌ছে। অনুষ্ঠানের ডা‌লি‌তে র‌য়ে‌ছে শ্রীমদভাগবত পাঠ, গুরুমাতা শ্রীশ্রী রাধারানি গোস্বামী জিউর ১৪-তম তিরোধান তিথি উৎসব, ১৬ প্রহর হরিনাম সংকীর্তন সহ রথযাত্রা।

মঙ্গলবার রাতে শুভ অধিবা‌সের ম‌ধ্য দি‌য়ে শুভ সূচনা হয় শ্রীমদভাগবত পা‌ঠের অনুষ্ঠান। বুধবার শ্রীমদভাগবত পাঠের সঙ্গে ভক্তিমূলক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন বি‌ভিন্ন শিল্পী। ভাগবত পাঠের আসর চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। ১১ জানুয়ারি থেকে শুরু হ‌বে গুরুমাতার তিরোধান তি‌থি উদযাপন উৎসব। পাশাপা‌শি চল‌বে ষোলো প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন। এতে যোগদান কর‌বেন গোপাল বাবাজি, নবদ্বী‌পের রাইবিনাদিনী সম্প্রদায়, ‌শিলংঙের প্রাণগোবিন্দ সম্প্রদায়, ক‌রিমগ‌ঞ্জের শিবু গোসাঁই সম্প্রদায়, ধর্মনগ‌রের অঞ্জন রায় সম্প্রদায়।

মহাসংকীর্তন শে‌ষে ১৫ জানুয়ারি পা‌লিত হবে পৌষ সংক্রান্তির রথ। টানা ১৩ দি‌নের অনুষ্ঠান‌কে সর্বাঙ্গসুন্দরভা‌বে সফল করতে আ‌য়োজক ক‌মি‌টির কর্মকর্তারা সকল সনাতনী ভক্ত‌দের স‌ক্রিয় সহ‌যো‌গিতা কামনা ক‌রে‌ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *