“বন্দে ভারত ট্রেনের তুলনায় শতাব্দী অনেক ভালো ছিল”, মন্তব্য কুণালের

পূর্ব মেদিনীপুর, ৪ জানুয়ারি (হি. স.) : “শতাব্দী এক্সপ্রেস বন্ধ করে, বন্দে ভারত ট্রেন চালু করা হয়েছে। এই ট্রেনের তুলনায় শতাব্দী অনেক ভালো ছিল।“ বুধবার এই মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। গড় কাঁথির অরবিন্দনগরে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন। উদ্বোধনের পর ট্রেনে একাধিকবার হামলা হয়েছে। ট্রেনে আক্রমণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। সেই প্রসঙ্গে কুণাল বলেন, “নিজেরা ট্রেনে ঢিল ছুড়ে অন্যের নামে দোষ দিচ্ছে। এই ট্রেনে উত্তরপ্রদেশ তিনবার ঢিল ছোড়া হয়েছে, গুজরাটে ট্রেন থেকে লাখ লাখ টাকা লুট হয়েছে। তখন যোগী আদিত্যনাথ কেন চুপ ছিলেন? ওখানেও কেন্দ্রীয় এজেন্সি তদন্তে যাক। এনিয়ে আমরা উচ্চ পর্যায়ে তদন্ত চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *