ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি।। কুয়াশা ও মন্দ আলোর জন্য রঞ্জি ম্যাচও বিঘ্ন ঘটেছে। আগরতলার এমবিবি স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ত্রিপুরা বনাম চন্ডিগড় ম্যাচের দ্বিতীয় দিনের খেলা ছিল। অনেকটা দেরিতে ম্যাচ শুরু হলেও শেষও হয়েছে নির্ধারিত সময়ের আগে। সাকূল্যে খেলা হয়েছে ২৯ ওভার। ইতিমধ্যে চন্ডিগড়ের মানান ভোরা ডাবলটন পূর্ণ করে নিয়েছে। কুনাল মাহাজনও দ্বি-শতরানের লক্ষ্যে এগুচ্ছে ১৬২ রান হাতে নিয়ে । উল্লেখ্য, টস জিতে ত্রিপুরা প্রথম বোলিং এর সিদ্ধান্ত নেয়। চন্ডিগড়কে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে দুদিনে চন্ডিগড় ১১৪ ওভার ৪ বল খেলার সুযোগ পায়। ইতিমধ্যে ৩ উইকেট হারিয়ে ৪৫৫ সংগ্রহ করে নিয়েছে। দলের পক্ষে মানান বোড়া ঠিক ২০০ রান সংগ্রহ করে অজয় সরকারের বলে ঋদ্ধিমানের হাতে কট বিহাইন্ড হয়ে পেভেলিয়ানে ফিরেছেন। কোনাল মহাজন ১৬২ রান নিয়ে উইকেটে রয়েছে। লক্ষ্য রাখছে দুইশত রান করার। আগামীকাল ম্যাচের তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হবে।