বাকুঁড়া, ৪ জানুয়ারি (হি. স.) : আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পারগনার ডাকে ১২দফা দাবীতে বুধবার রাজ্য জুড়ে শুরু হয়েছে রাস্তা অবরোধ।এই অবরোধে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন সাধারন মানুষ। বাকুঁড়া জেলার মোট১৪টি স্হানে বুধবার সকল ছটা থেকে এই অবরোধ শুরু হয়েছে।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে অবরোধ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
অবরোধের ফলে একদিকে যেমন বাকুঁড়া শহর অবরুদ্ধ হয়ে পড়েছে অপরদিকে পার্শ্ববর্তী জেলা মেদিনীপুর, ঝাড়গ্ৰাম,পুরুলিয়া, বর্ধমান হুগলীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।ধলডাঙ্গা, পোয়াবাগান,হেভিমোড়ে অবরোধের কারনে ৬০নং জাতীয় সড়ক সহ ঝাড়গ্ৰাম,খড়্গপুর, দূর্গাপুর রাজ্য সড়কে অবরোধের কারনে বিচ্ছিন্ন বাকুঁড়া।অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। হাসপাতালে চিকিৎসাধীন আত্মীয়কে দেখতে এসে যেমন কেউ নাকাল, তেমনি জরুরি কাজে শহরে আসতে না পেরে চরম অসুবিধায় পড়েছেন বহু ছাত্র ছাত্রী, সাধারন মানুষ।সমস্ত রাস্তাতেই যানবাহনের লম্বা লাইন।বাদ যায়নি রেলওয়েও।অবরোধের কারনে বহু ট্রেন আটকে পড়েছে।এদিকে বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।